শেয়ার সদস্যভুক্তির জন্য আবেদনপত্র

শেয়ার ক্রয়-সংক্রান্ত নির্দেশনাসমূহ:

১. পলওয়েলের বর্তমান সদস্যগণের মধ্য হতে কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যগণ (সিভিলসহ) আবেদন করতে পারবেন। পলওয়েলের ২০২২ উপ-আইন অনুসারে পুলিশ সদস্যগণের পরিবারের সদস্যরা এক্ষেত্রে আবেদন করতে পারবেন না।

২. নতুন সদস্য হিসাবে কর্মরত পুলিশ সদস্যরা (সিভিল সদস্যসহ) আবেদন করতে পারবেন।

৩. পুরাতন সদস্যগণের মধ্য হতে সর্বোচ্চ ৫০০০ জন এবং নতুন সদস্যগণের মধ্য হতেও সর্বোচ্চ ৫০০০ জন শেয়ার (প্রত্যেকে ৫০,০০০/- টাকার) ক্রয় করতে পারবেন। উভয়ক্ষেত্রে ৫০০০ জনের অধিক সদস্য ৫০,০০০/- টাকা প্রদান করলে তাদের মধ্য হতে লটারির মাধ্যমে শেয়ার গ্রহিতা (৫০০০+৫০০০) নির্বাচন করা হবে।

৪. আগামী ০২ আগস্ট রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

৫. নতুন সদস্যগণকে শেয়ার আবেদনের সাথে অতিরিক্ত ২০০/- টাকা সদস্যপদ ফি হিসাবে জমা দিতে হবে। 

আবেদনপত্র পূরণ-সংক্রান্ত নির্দেশনা:

১.  আবেদনের শুরুতেই আবেদনের নিয়মাবলী ভালোভাবে পড়ে আবেদন শুরু করুন।

২.  প্রয়োজনীয় সবকিছু (যেমন পে-অর্ডার/ ব্যাংক ড্রাফটের স্ক্যান কপি, আবেদনকারী ও নমিনি/নমিনিগণের স্ক্যান ছবি, স্বাক্ষরের স্ক্যান ছবি এবং নিজের, নমিনি/নমিনিগণের তথ্য পূরণের জন্য এনআইডি) আপনার সংগ্রহে আছে কি-না, সে ব্যাপারে নিশ্চিত হোন।

৩.  Online আবেদনে পূরণকৃত তথ্যই পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় Online-এ আবেদন Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে আবেদনকারী নিজে শতভাগ নিশ্চিত হবেন এবং সতর্কতার সাথে পূরণ করবেন।

৪.  তথ্য পুরণের জন্য ইউনিকোড ফন্ট ব্যবহার করবেন।

৫.  আবেদনকারী Online-এ পূরণকৃত আবেদনের প্রিন্ট কপি সংরক্ষণ করবেন এবং পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট-এর মূল কপির সাথে জমা দিবেন।

৬.  Online আবেদনপত্রের ডাউনলোডকৃত ফরমের সাথে পে অর্ডার/ ব্যাংক ড্রাফটের মূল কপি সংযুক্ত করে নিজ নিজ ইউনিট প্রধানের মাধ্যমে বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লি. (পলওয়েল), পলওয়েল ভবন (৬ষ্ঠতলা), ৬৯/১ নয়াপণ্টন, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে কিংবা সরাসরি পলওয়েল অফিসেও জমা দেয়া যাবে। 

৭.  ডাউনলোড/ প্রিন্ট করতে ভুলে গেলে সার্চ অপশন থেকে এনআইডি নম্বর দিয়ে পুনরায় ডাউনলোড/ প্রিন্ট করতে পারবেন।

৮.  পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট-এর স্ক্যান কপি নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ৫০০ kb হতে হবে।

৯.  আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বরব্যাংক হিসাবের তথ্য সঠিকভাবে পূরণ করবেন।

১০. Online আবেদনপত্রে আবেদনকারী ও নমিনি/নমিনিগণের রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ১০০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ৫০০ kb ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ১০০ kb হতে হবে।

১১. বিদ্যমান শেয়ার সদস্যগণের ক্ষেত্রে অবশ্যই শেয়ার সদস্য নং উল্লেখ করতে হবে।

১২.  Submit বাটনে চাপ দেওয়ার পূর্বে অবশ্যই print preview দেখে তথ্যের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হোন।

১৩. পলওয়েলের বিদ্যমান সদস্যগণের মধ্যে যারা নতুন শেয়ার ক্রয়ে ইচ্ছুক তাদেরকে আবেদনের সাথে "বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড" এর অনুকূলে ৫০,০০০/- টাকার পে অর্ডার/ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।

১৪. পলওয়েলের নতুন সদস্য হতে ইচ্ছুক আবেদনকারীগণকে আবেদনের সাথে "বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড"-এর অনুকূলে সদস্যপদ ফি বাবদ ২০০/- টাকাসহ মোট ৫০,২০০/- টাকার পে অর্ডার/ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।  

বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড

পলওয়েল ভবন (৬ষ্ঠ তলা),৬৯/১, নয়াপল্টন ঢাকা - ১০০০ |
ফোন: ০২-৪৮৩২০৭৫৭, ০২-৪৮৩১২৮৮০
হট লাইন (সকাল ৯.০০-বিকাল ৫.০০): ০১৭৩৪-১৬২০৫২, ০১৮৪১-৭৬৫৯৩৫
ই-মেইল: bdpolwel@gmail.com ওয়েব সাইট: www.polwelbd.com

শেয়ার সদস্যভুক্তির জন্য আবেদনপত্র

১৭
নমিনি-১ *
ফরম্যাট: JPG/PNG, সর্বোচ্চ: 500KB, মাপ: 300x300px
ফরম্যাট: JPG/PNG, সর্বোচ্চ: 300KB, মাপ: 300x100px

ফরম্যাট: JPG/PNG, সর্বোচ্চ: 500KB, মাপ: 300x300px
ফরম্যাট: JPG/PNG, সর্বোচ্চ: 300KB, মাপ: 300x100px
ফরম্যাট: JPG/PNG, সর্বোচ্চ: 500KB, পরিষ্কার স্ক্যান কপি দিন